ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগ বীরকন্যাদের যথোপযুক্ত সম্মান-স্বীকৃতি দিয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
‘আওয়ামী লীগ বীরকন্যাদের যথোপযুক্ত সম্মান-স্বীকৃতি দিয়েছে’

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ  বলেছেন, বিএনপি-জামাত সরকারের আমলে মুক্তিযুদ্ধের বীরকন্যারা ছিলেন নীরবে-নিভৃতে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধা, বীরঙ্গনাসহ বীরকন্যাদের যথোপযুক্ত সম্মান ও স্বীকৃতি দিয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘চেষ্টা’ বীরকন্যাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কে এম খালিদ বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের নেতৃত্বে ‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ ২০টি জেলায় জরিপ চালিয়ে ইতোমধ্যে পাঁচ হাজারের অধিক বধ্যভূমি চিহ্নিত করেছে।

তাদের জরিপ পুরোপুরি শেষ হলে দেশব্যাপী আরও কয়েক হাজার বধ্যভূমি চিহ্নিত হবে। আর এ থেকে বোঝা যায়, পাকিস্তানি হানাদার চক্র মহান মুক্তিযুদ্ধে কী ভয়াবহ গণহত্যা ও নির্যাতন চালিয়েছে।

প্রতিমন্ত্রী এসময় ‘চেষ্টা’ সংগঠনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছর এক লাখ হারে এবং সংবর্ধিত বীরকন্যাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা প্রদান করেন।

‘চেষ্টা’র সভাপতি সেলিনা বেগম শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও আরমা দত্ত। শুভেচ্ছা বক্তৃতা করেন চেষ্টা’র উপদেষ্টা সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ, বীরপ্রতীক ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, চেষ্টা’র সিনিয়র সহ-সভাপতি রাফেয়া আবেদীন ও সহ-সভাপতি সাদেকুন নাহার পাপড়ি।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ডিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।