ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা সহায়তা কমিটি গঠন জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২০
করোনা সহায়তা কমিটি গঠন জাপার

ঢাকা: করোনায় গণসচেতনতা সৃষ্টি, কোভিড-১৯ আক্রান্তদের সুরক্ষা এবং করোনায় মৃত ব্যক্তিদের স্বেচ্ছায় দাফন করতে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি করোনা সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।


 
বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি সারাদেশে সদস্য সংখ্যা বর্ধিত করতে পারবেন বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।