ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দারুসসালাম বিএনপির সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
দারুসসালাম বিএনপির সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শোকের প্রতীকী।

ঢাকা: ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হাজী আব্দুর রহমান দারুসসালাম থানা বিএনপিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দারুসসালাম থানা বিএনপির বড় ধরনের ক্ষতি হলো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আব্দুর রহমানকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

এর আগে শুক্রবার (১২ জুন) ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।