ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা টেস্ট করাতে অনেকে হয়রানির শিকার হচ্ছেন: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
করোনা টেস্ট করাতে অনেকে হয়রানির শিকার হচ্ছেন: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সে হারে টেস্টিং বাড়েনি। আবার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। টেস্টের ফলাফল পেতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। ফলাফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি সংক্রমিত করছে আরও অনেককে।

বুধবার (২৪ জুন) এক ভিভিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, প্রয়োজনীয় সংখ্যায় টেস্টিং বাড়ালে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাবে এবং সংক্রমণের সংখ্যা কমবে।

রাজধানী ও বিভাগীয় শহরগুলিতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ করোনা টেস্টের সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি জেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘন্টা, জুন ২৪, ২০২০
এসএমএকে/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।