ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ নেতা লিমন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
কাপ্তাই উপজেলা ছাত্রলীগ নেতা লিমন করোনায় আক্রান্ত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এআর লিমনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই উপজেলায় নতুন করে দু’জন পুলিশ সদস্যসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) রাতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (৫ জুলাই) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) থেকে আসা ফলাফলে কাপ্তাইয়ে পাঁচজনের করোনা পজিটিভ আসে।

তারা গত ২৯, ৩০ ও ১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।  

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এআর লিমন জানান, বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।