ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর সৈয়দ আশরাফুল ইসলাম ও মো. তাজুল ইসলাম।

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে পাকাকরণ এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বনানী কবরস্থানে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর পাকা ও স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে বুধবার (৮ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে উপ-সচিব নাজনীন ওয়ারেস স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে বনানী কবরস্থানে সমাহিত সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর পাকাকরণ করে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।