ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনার সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
খুলনার সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

খুলনা: খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) তার নমুনায় করোনা শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। এমনিতে তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। বৃহস্পতিবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।