ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় উপ-নির্বাচন উপলক্ষে সিইসির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
বগুড়ায় উপ-নির্বাচন উপলক্ষে সিইসির সভা উপ-নির্বাচন উপলক্ষে বগুড়ায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বগুড়া: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচন উপলক্ষে বগুড়ায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ বক্তব্য দেন।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার।

কেএম নূরুল হুদা বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধতকার কারণে সংক্রমণ ঝুঁকি মাথায় রেখেই বাধ্য হয়ে উপ-নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। সে কারণে বন্যা এবং করোনা মাথায় রেখেই বাধ্য হয়ে এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। ’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে না। ভোটারদের নিজেদের সাবধানতা বাড়াতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখা হবে। ’

১৪ জুলাই বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা মিলিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই উপজেলায় ২৫টি ভোটকেন্দ্র শনিবার পর্যন্ত বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।