ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবিলম্বে রমা রানীর হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
অবিলম্বে রমা রানীর হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবি রমা রানী শোভার হত্যাচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রমা রানী শোভার হত্যাচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জোবায়দা পারভিন, জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র গত ২ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে রমা রানী শোভার ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। সন্ত্রাসীরা তাকে হত্যা করতে মাথার ওপরে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ’

তারা অভিযোগ করে বলেন, ‘রমা রানীর হত্যাচেষ্টায় মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ’

নেতারা বলেন, ‘করোনা ভাইরাস মহামারিতে মানুষ যখন নিরাপদে ঘরে অবস্থান করছে এসময় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের কার্যকলাপ ব্যাপকভাবে বেড়েছে। দেশে এখন ঘুষ-দুর্নীতি, মাদক-সন্ত্রাস কর্মকাণ্ডে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সরকার ও পুলিশ প্রসাশন দুর্বৃত্তদের দমন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশে সুশানের চরম অভাব পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মানুষের চাপা ক্ষোভ যেকোনো সময় বিক্ষোভে রূপ নিতে পারে। ফলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই এখনই ঘুষ-দুর্নীতি, মাদক-সন্ত্রাস বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ’

অবিলম্বে শোভা রানীর হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার করে দেশে আইনের শাসন সুদৃঢ় করার জন্য পুলিশ প্রসাশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। অন্যথায় শোভা রানীর হত্যাচেষ্টাকারীদের বিচারের দাবিতে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এলে তার দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।