ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অনির্বাচিত সরকার ক্ষমতায়, সাহেদ-সাবরিনাদের উত্থান তো হবেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
‘অনির্বাচিত সরকার ক্ষমতায়, সাহেদ-সাবরিনাদের উত্থান তো হবেই’ মানববন্ধন/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণেই সাহেদ-সাবরিনাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির
রিজভী।

সোমবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎসজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দিনের ভোট রাতে নিবেন তাহলে কি সমাজে সাহেদ-সাবরিনার উত্থান হবে না?

রুহুল কবির রিজভী বলেন, ডানে বামে যা ঘটছে তার প্রতিবাদ না করলে রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছি না। একটি সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকলে এরকম সাহেদদের উত্থান হবে, সাবরিনার উত্থান হবে, সম্রাটের উত্থান হবে। আজকে এই জায়গাগুলোতে বেশি করে আলোচনা করতে হবে, কথা বলতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আজকে করোনা পরীক্ষা করার মানুষের সংখ্যা কমে গেছে কেন? আমরা তো হাতে গোনা দুই একটা হাসপাতালের কথা জানি, কিন্তু এরকম আরও যে কত হাসপাতালে মানুষের জীবন নিয়ে অনাচার চলছে তার কোনো ইয়াত্তা নেই। করোনা আক্রান্ত মানুষের যদি নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হয়, আর যার করোনা হয়নি তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেওয়া হয় তাহলে এই দেশ কিসের উপর চলছে আপনারাই বলুন। আজ নানাভাবে আতঙ্কিত মানুষ, তার উপরে হাসপাতালে ভুয়া সার্টিফিকেট পায় যদি অসুস্থরা এরপরে কি মানুষ যাবে হাসপাতালে করোনা পরীক্ষার জন্য? খবর বের হয়েছে গত দুই দিন ধরে করোনা পরীক্ষা করা মানুষের সংখ্যা কমে গেছে। কারণ মানুষ চাচ্ছে না। কারণ যার করোনা নাই তাকে যদি করোনা পজিটিভের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে তার সবশেষ। এই আতঙ্ক নিয়ে কেন হাসপাতালে যাবে? কেন তার  ভুয়া পরীক্ষা হবে? এই কারণে দিন দিন টেস্টের সংখ্যা কমে যাচ্ছে।

রিজভী বলেন, আজকে সমাজের মধ্যে চোর, বাটপারদের উত্থান হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটাতে হলে অবশ্যই গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে
হবে।

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।