ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হেনা দাসের ১১তম মৃত্যুবার্ষিকীতে সিপিবির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
হেনা দাসের ১১তম মৃত্যুবার্ষিকীতে সিপিবির শ্রদ্ধা হেনা দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে

ঢাকা: ব্রিটিশবিরোধী সংগ্রাম, মুক্তিযুক্ত, শিক্ষক আন্দোলন, নারী মুক্তির লড়াইয়ের প্রখ্যাত নারী নেত্রী, বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী নেত্রী হেনা দাসের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে বিপ্লবী হেনা দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন বিপ্লবী হেনা দাস। মুক্ত মানবের মুক্ত সমাজ তথা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে মাত্র ১৪ বছর বয়সে হেনা দাস আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হন। তিনি ব্রিটিশ ও পাকিস্তানি শাসন-শোষণের শৃঙ্খল ছিন্ন করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেছেন। বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। হেনা দাসের মতো বহুমুখী ধারার আন্দোলনের অনন্য নেত্রী এদেশে খুবই কম জন্মেছেন। এদেশের প্রগতিশীল আন্দোলনের প্রতিটি পর্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন হেনা দাস।  

নেতারা বর্তমান প্রজন্মকে হেনা দাসের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের জন্য কাজের আহ্বান জানান।  

এসময় উপস্থিত ছিলেন- সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আবদুল্লাহ ক্বাফী রতন, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কৃষক নেতা আবিদ হোসেন, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি নারী সেলের শোভা সাহা, রোকেয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।