ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঈদের আগেই না’গঞ্জ জেলা ছাত্রদলের ১৩ ইউনিট কমিটি

none | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ঈদের আগেই না’গঞ্জ জেলা ছাত্রদলের ১৩ ইউনিট কমিটি

নারায়ণগঞ্জ: প্রায় ১৭ বছর পর নারায়ণগঞ্জ ছাত্রদলের ইউনিট কমিটির খবরে উজ্জীবিত সংগঠনটির নেতাকর্মীরা। ঈদের আগেই আসছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিসহ জেলার মোট ১৩টি ইউনিট কমিটি।

এর মধ্যে ঈদের আগে ইউনিটগুলোর কমিটি কোনোভাবে যদি না হয় তাহলে ঈদের পর পরই এক সঙ্গে কমিটিগুলো ঘোষণা দেওয়া হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। এসব কমিটিতে ছাত্র ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কমিটির খসড়া সম্পন্ন করে ইতোমধ্যেই তা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। এখন বয়স, ছাত্রত্ব, বৈবাহিক অবস্থা এবং অন্যান্য দিক নির্দেশনাগুলো যথাযথ অনুসরণ করে কমিটিগুলোর খসড়া করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হবে।  

খসড়া কমিটিগুলোর মধ্যে রয়েছে- জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, জেলা অন্তর্গত ফতুল্লা, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ থানা কমিটি, সোনারগাঁ পৌরসভা, আড়াইহাজার ও গোপালদী পৌরসভা, কাঞ্চন ও তারাব পৌরসভা ইউনিট কমিটি, রূপগঞ্জের মুড়াপাড়া ডিগ্রি কলেজ, আড়াইহাজারের সফরআলী ভূঁইয়া কলেজ, সোনারগাঁ ডিগ্রি কলেজ ইউনিট কমিটি।  

এর মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করা হবে ১০১ সদস্য বিশিষ্ট। এতে বিবাহিতরাও স্থান পেতে পারে বলে সূত্রে জানা গেছে। বাকি সব ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি হবে এবং এতে সম্পূর্ণ নিয়ম ও দিক নির্দেশনা মানা হবে। জেলার ইউনিট কমিটিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে জেলা কমিটির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা ছাড় দেওয়ার ব্যাপারে কেন্দ্র কিছুটা নমনীয় রয়েছে। তবে কেউই একের অধিক পদ পাবেন না।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বাংলানিউজকে জানান, জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিসহ ১৩টি ইউনিট কমিটির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ঈদের আগেই কমিটি দিতে আমরা আশাবাদী। কেন্দ্রে থেকেও দ্রুত কমিটি দেওয়ার ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে। আমরাও চেষ্টা করছি ছাত্রদলকে ছাত্রদের মাধ্যমে সাজাতে।  

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বাংলানিউজকে জানান, কমিটি তো দিতেই হবে। আমাদের কাজও চলমান রয়েছে। আমরা প্রতিটি ইউনিট কমিটি সবার সঙ্গে সমন্বয় করে খুব দ্রুতই ঘোষণা দেবো। ঈদের আগেই আশা করছি কমিটিগুলো দিতে পারবো।

সর্বশেষ ২০০৩ সালে নারায়ণগঞ্জ ছাত্রদলের ইউনিট কমিটি ঘোষিত হয়েছিল। এরপর জেলার অধীনে থাকা আর কোনো ইউনিট কমিটি করতে পারেনি নেতারা। অন্তঃকোন্দল ও দলীয় বিভিন্ন গ্রুপিং লবিংয়ের কারণে বার বার আটকেই থেকেছে ইউনিট কমিটিগুলো।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।