ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের কমিটি ঘোষণা সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ হৃদয়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে আজহারুল ইসলামকে সভাপতি ও ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সংগঠনটি সমন্বয়ক রহমত উল্লাহ সরকার লিখিত বক্তব্যে বলেন, দেশকে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নত দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উৎপত্তি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে এবং মানবতার নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ অগ্রণী ভূমিকা পালন করবে।

সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম বলেন, সম্প্রীতি একটি গোষ্ঠী ‘বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করার অপচেষ্টা করছে। সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ যে কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করবো। মেহনতী মানুষের পাশে দাঁড়াবো। আওয়ামী লীগ যেমন গণ মানুষের জন্য কাজ করে আমরাও সেই পথ অনুসরণ করবো। আমাদের সংগঠনের অনিয়মের কোনো ঠাঁই হবে না।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।