ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাস্থ্যখাত পুরোটাই ঢেলে সাজানো দরকার: ডা. নজরুল

রেজাউল করিম রাজা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
স্বাস্থ্যখাত পুরোটাই ঢেলে সাজানো দরকার: ডা. নজরুল ডা. নজরুল ইসলাম

ঢাকা: দেশের স্বাস্থ্যখাত পুরোটাই ঢেলে সাজানো দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

করোনা ভাইরাস মহামারিকালে সম্প্রতি স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশের বিষয়ে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ডা. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে আমরা অনেক কাজই করতে পারি না। মুশকিল হচ্ছে, আমাদের এ যন্ত্রটার (রাষ্ট্র এবং স্বাস্থ্যখাত) এতো পার্টস নষ্ট, এটাকে পুরোটাই রিকন্ডিশন না করলে কাজ করা অসম্ভব। এখানে অনেক অনিয়ম এবং দুর্নীতি আছে। এমন একটা নষ্ট যন্ত্র দিয়ে কতদূর আর কাজ করা সম্ভব।

অনেকটা আক্ষেপ করেই এ চিকিৎসক বলেন, স্বাস্থ্যখাতের পুরোটাই ঢেলে সাজানো দরকার। অনেক লোককেই এখান থেকে বিদায় করে দেওয়া প্রয়োজন। করোনারোধে আমরা যদি কোনো ব্যবস্থা নেই, আর সেটাও মধ্যেও যদি আবার দুর্নীতি ঢুকে পড়ে, তাহলে কিভাবে করোনা নিয়ন্ত্রণ হবে। দুর্নীতি আমাদের জাতীয় চরিত্র। বলতে দ্বিধা নেই, একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দুর্নীতির জাল বিস্তৃত হয়ে পড়েছে।

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এ দেশে আন্তরিকতার সঙ্গে সৎভাবে কাজ করা অনেক কঠিন বিষয়। সৎভাবে এখানে কাজ করতে গেলে পদে পদে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। আবার যারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত তারা অনেকটাই শক্তিশালী। সৎভাবে এসব অসৎ এবং দুর্নীতিবাজদের সঙ্গে পেড়ে ওঠাও অসম্ভব। গত ৫০ বছরে আমাদের দেশের হেলথ সার্ভিসের যতটুকু উন্নয়ন হওয়া দরকার ছিল, এসব কারণেও হয়নি।

প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে ডা. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলেছিলেন, ‘আমাকে ছাড়া সবাইকে কেনা যায়’। এটা কত বড় একটা কথা ভেবে দেখুন। প্রধানমন্ত্রীর এ কথাটা আমাদের দেশের নেতা এবং মন্ত্রীদের নাকে ঝামা ঘষে দেওয়ার সামিল। তারপরেও নেতা এবং মন্ত্রীদের বোধোদয় হয়েছে কি না বুঝতে পারছি না।

বাংলাদেশে সময়: ০৯১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।