ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
বড়াইগ্রামে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক প্রতীকী

নাটোর: রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগে নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২৪ জুলাই) বিকেলের দিকে উপজেলার বনপাড়া পৌরসভা শহরের হারোয়া আফদালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন সাথী শাখার বনপাড়া পৌর সভাপতি ও মধ্য মালিপাড়ার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না (১৯), একই শাখার সাধারণ সম্পাদক ও চর নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম (২০), কর্মী ও সর্দার পাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), জামায়েত ইসলামী কর্মী ও হারোয়া পূর্বপাড়ার শহিদুল ইসলাম মোল্লা (৫৬) এবং হারোয়া আফদালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিম ও ওই এলাকার আব্দুস সামাদের ছেলে সালাউদ্দিন (২০)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, ছোট ছোট ছেলেদের খেলাধুলা ও খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তারা মসজিদে সংগঠনের তৎপরতা চালানোসহ গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।