ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুসিক কাউন্সিলর আলমগীর যুবলীগ থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
কুসিক কাউন্সিলর আলমগীর যুবলীগ থেকে বহিষ্কার ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেনকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।

গত ৩ জুলাই জনসম্মুখে ষাটোর্ধ্ব চাচাতো ভাই ব্যবসায়ী আক্তার হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর হোসেনকে প্রধান আসামি করা হয়। এলাকায় চাঁদাবাজি, শালিসের নামে অর্থ আদায়, বিরোধপূর্ণ জমিতে ভাগ বসানো, ভূমিদস্যুতা, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এ কাউন্সিলরের বিরুদ্ধে। আক্তার হোসেনকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় কাউন্সিলরসহ তার পাঁচ ভাইকে আসামি করে নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।