ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত নেতারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা স্মারকলিপিও দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে জানা যায়।

সূত্র জানায়, কয়েকদিন আগে মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে যারা স্থান পাননি তারাই বিক্ষোভ করেছেন।

যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, কয়েকজন পদবঞ্চিত নেতা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানান। তারা অভিযোগ করেন ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। এ সময় রিজভী আহমেদ তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলে তারা চলে যান।

পদবঞ্চিত সদ্য বিদায়ী কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কিবরিয়া শিপু বাংলানিউজকে বলেন, আমরা ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত সাত শতাধিক নেতাকর্মী নয়াপল্টনে বিক্ষোভ করেছি। পরে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছি।

তিনি বলেন, মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক রিয়াজ টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগের লোকদেরও কমিটিতে স্থান দিয়েছেন। এসব বিষয় রিজভী আহমেদ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। তিনি আমাদের বলেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে এ স্মারকলিপি পৌঁছে দেবেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মোহাম্মদপুর থানা সভাপতি মান্নান হোসেন, শিল্পাঞ্চল থানা সভাপতি হারুন অর রশীদ, মিরপুর থানার সদস্য সচিব সুমন হোসেন, উত্তরা পূর্ব থানার যুগ্ম-আহবায়ক শরীফ, উত্তরা পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক সেলিমসহ মহানগর উত্তরের বিভিন্ন কমিটির পদবঞ্চিত নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।