ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বালা-মুসিবত দিয়ে আল্লাহ ঈমান পরীক্ষা করেন: মতিয়া চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
বালা-মুসিবত দিয়ে আল্লাহ ঈমান পরীক্ষা করেন: মতিয়া চৌধুরী বালা-মুসিবত দিয়ে আল্লাহ ঈমান পরীক্ষা করেন: মতিয়া চৌধুরী

শেরপুর: সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বন্যা, করোনা, আম্পান মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি একের পর এক প্রণোদনা দিচ্ছেন।

সব শ্রেণি-পেশার মানুষের দিকে তাকাচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল।

রোববার (২৬ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও শার্ট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতেও অনেক বালা-মুসিবত এই দেশে হয়েছে। কিন্তু শেখ হাসিনার মতো এভাবে মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। বালা-মুসিবত দিয়ে আল্লাহ মানুষের ঈমানের পরীক্ষা করেন। যতো মুশকিল ততো আছান। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন- শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম (পিপিএম), সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল প্রমুখ।  

এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নে এক হাজার পিস শাড়ি, ৫০০ পিস শার্ট এবং ৫০০ মাস্ক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।