ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষের হাহাকার-ক্রন্দন শোনার কেউ নেই: রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
মানুষের হাহাকার-ক্রন্দন শোনার কেউ নেই: রব আ স ম আব্দুর রব

ঢাকা: করোনার ভয়াল থাবা আর পানিবন্দি দুর্গত মানুষের হাহাকার-ক্রন্দন শোনার কেউ নেই বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব।

তিনি বলেন, মৃত্যু আর নিরন্ন মানুষের কাফেলায় সরকারের তথাকথিত উন্নয়ন মুখ থুবরে পড়েছে।

সোমবার (২৭ জুলাই) নিজ বাসা থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রব।

তিনি বলেন, করোনা ও বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে আঞ্চলিক রাজনীতির ঘূর্ণাবর্তে ও অভ্যন্তরীণ সংকটে দিশেহারা হয়ে সরকার নিরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতা সরকারের হাতে চরমভাবে কেন্দ্রীভূত থাকায় দুর্নীতি নির্ভর ধ্বংসপ্রাপ্ত প্রশাসনের ওপর সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে জনগণের চরম দুর্দিনেও সরকার অসহায় ও দিশেহারা। রাষ্ট্রের মালিকানা যে জনগণের তাদের উপেক্ষা ও অবজ্ঞা করে দুঃখ-দুর্দশা তথা মৃত্যুর দিকে ঠেলে দেয়ার দায়িত্বহীন ভূমিকা গ্রহণ খুবই মর্মান্তিক। এ অবস্থা দ্রুত অবসানের কার্যকর ব্যবস্থা না নিলে বাংলাদেশে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে।

রব বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ইতোমধ্যে এ বিষয়ে তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। বাংলাদেশের অবস্থাও নাজুক। মানুষ কাজ হারাচ্ছে। ঘরভাড়া আর আনুষঙ্গিক খরচ মেটাতে না পেরে গ্রামের দিকে ছুটছে অনেকে। আবার বাধ্য হয়েই যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে কর্মস্থলে যোগ দিচ্ছেন অনেক নিম্ন আয়ের মানুষ। তাতে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ইউএনডিপি  বাংলাদেশের মানুষকে নগদ সহায়তা দেওয়া জরুরি বলে মত দিয়েছে। জাতিসংঘের এ সংস্থাটি বলছে, বাংলাদেশের ৬ কোটি ৫৩ লাখের বেশি গরিব মানুষের নগদ সহায়তা দরকার; যা দেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের কিছুটা বেশি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।