ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু জাদুঘরে বনজ-ওষুধি গাছের চারা রোপণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
বঙ্গবন্ধু জাদুঘরে বনজ-ওষুধি গাছের চারা রোপণ বঙ্গবন্ধু জাদুঘরে বনজ ও ওষুধি গাছের চারা রোপণ

ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

মঙ্গলবার (২৮ জুলাই) আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব এন আই খানসহ বন ও পরিবেশ উপ কমিটির সদস্যরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে কয়েকটি বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।

ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের ভিতরে পারুল ও নাগলিঙ্গম চারা রোপণ করা হয়। এছাড়াও লেকের পাড়ে হিজল গাছের চারা এবং পুরো ৩২ নম্বর চত্বরে ছাতিম, নাগেশ্বর, সোনালু, আগর, মহুয়া, পলাশ, নীল কৃষ্ণচূড়া, অশোক, হৈমন্তীর চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।