ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ নগরের সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে মোমবাতি প্রজ্বলন করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

শনিবার (১ আগস্ট) প্রথম প্রহরে (শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিট) ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতির সামনে ১০০টি মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্বলন করেছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।  

জাতির জনকের খুনিদের অনেকে দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অমিত সাহা, আজিম উদ্দিন, কাজী রাফিউল করিম, নাঈম শান্ত, নাদিম হোসাইন, জিহান মণ্ডল, প্রকাশ সরকার ও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।