ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর: এম এ আউয়াল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর: এম এ আউয়াল

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নিয়েছিলেন।

প্রত্যেক ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।

জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিচ্ছে জানিয়ে দলের চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, ইসলাম ধর্ম মানবতার ধর্ম। এই ধর্মে নাশকতার কোনও সুযোগ নেই।

বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন উল্লেখ করে আউয়াল বলেন, তার আদর্শের পথ ধরে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতার পথ ধরে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী দেশের সব মানুষের, সকল ধর্মের মানুষের স্বাধীনতা আর উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। কোনো মৌলবাদী শক্তি এই অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।