ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুনিদের ফেরাতে রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
খুনিদের ফেরাতে রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে: কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ফাইল ছবি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বের ইতিহাসে কলঙ্কিত দিন ১৫ আগস্ট, আমাদের জন্য সবচেয়ে দুঃখের দিন। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছর বাঙালি জাতি এ দিনটি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করে। এ বছর দিনটি আমাদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ কারণ এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় শোক দিবস। ’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন আসামি এখনো পলাতক। তাদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। ’

তিনি বলেন, ‘এতদিন জাতীয় শোক দিবসে যারা ভুয়া জন্মদিন পালন করে কেক কাটতো, এবার তারা সেটি করেনি। তাদের শুভবুদ্ধি উদয় হওয়ায় জনগণ স্বস্তি পেয়েছে। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।