ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন’ বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ছবি: বাংলানিউজ

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের পরবর্তীকালে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। আর বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বাধীনতাবিরোধী জামায়াত ও পাকিস্তানের পক্ষের লোক।

’ 

‘বঙ্গবন্ধুকে হত্যার পর কয়েক বছর বাংলাদেশ রাজাকারদের দেশ হয়েছিল। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে স্তব্ধ করার জন্য তার বিরুদ্ধে আগড়তলা ষড়যন্ত্র মামলা দিয়েছিল। তিনি এ দেশকে স্বাধীন করার জন্য জীবনের সব সুখ-শান্তি বিসর্জন দিয়েছিলেন। আর সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা জাতিকে কলঙ্কিত করেছে। জাতির পিতাকে হত্যার পর এদেশে বিএনপি সরকার কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীকে এমপি করাসহ  কুখ্যাত রাজাকার রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি পর্যন্ত করে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে,’ যোগ করেন মন্ত্রী।  

রোববার (১৬ আগস্ট) জেলার নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ১৯ বার হত্যার পরিকল্পনা করেছে। যার মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা অন্যতম। আর এসব হত্যার পরিকল্পনার সঙ্গে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান জড়িত। ’ 

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ শোক সভায় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোনেস খান, ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।