ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর কোতয়ালী থানা ঘেরাও মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আরিফুর রহমান ডলারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৩টায় দিনাজপুর শহরের রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ডলার শহরের রামনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।  

জানা যায়, দিনাজপুর কোতয়ালি পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান শহরের রামনগর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় চলতি বছরের ১১ জুন জেলা স্বেচ্ছাসেবক লীগের (সদ্য বরখাস্তকৃত) সভাপতি আবু ইবনে রজব ও সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে পুলিশ গ্রেফতার করে। ওই দিন ২ নেতার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দিনাজপুর কোতয়ালী থানা ঘেরাও করে। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলার  ১৩ নম্বর আসামি ডলার।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।