ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু আটক আটক ব্যক্তি

সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)।
 
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নগরের বালুচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

হিরণ মাহমুদ নিপু নগরের উত্তরবালুচর ফোকাস আবাসিক এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
 
র‌্যাব-৯ এর মিডিয়া ইউং কর্মকর্তা এএসপি এ কে এম কামরুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
র‌্যাবের দাবি, নিপু শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে জিআর ১৮৪/১৯ মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।  
 
স্থানীয় সূত্র জানায়, এদিন নগরের বালুচর ব্যক্তিগত কার্যালয় থেকে হিরণ মাহমুদ নিপুকে করা হয়।
 
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে আটক করেছিল র‌্যাব। এছাড়া ২০১৫ সালে সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে নগরের কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় নিপুর নেতৃত্বে হামলা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই দিন মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে বহিষ্কৃত হন হিরণ মাহমুদ নিপু।
 
বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।