ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৫ আগস্টের ধারাবাহিকতায়ই ২১ আগস্টের হামলা: আমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
১৫ আগস্টের ধারাবাহিকতায়ই ২১ আগস্টের হামলা: আমু আলোচনা সভায় অনলাইনে আমির হোসেন আমু, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ১৫ আগস্টের ধারাবাহিকতায়ই ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও আগস্ট ট্র্যাজেডি’ শীর্ষক এক আলোচনা সভায় অনলাইনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সভার আয়োজন করে ‘২১ আগস্ট বাংলাদেশ’ সংগঠন।

সভায় আমির হোসেন আমু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোক এবং ভয়াবহ ক্ষতকে আরও যন্ত্রণাদগ্ধ করার অভিপ্রায় থেকেই ২০০৪ সালের ২১ আগস্টকে বেছে নিয়েছিল ঘাতকচক্র। ১৫ আগস্ট ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যান। তাদের টার্গেট করেই ঘাতকচক্র বেছে নিয়েছিল ২১ আগস্ট দিনটিকে। কিন্তু জীবনের মায়া ত্যাগ করে অনেক নেতাকর্মী জননেত্রীকে ঘিরে ধরে তাকে দ্রুত জনসভাস্থল থেকে সরিয়ে নিয়েছিলেন।

তিনি বলেন, সবার এই ভালোবাসায় আমাদের সোনার বাংলা গড়ার অন্যতম প্রত্যয়। প্রধানমন্ত্রীও সেটিই মনে করেন। তাই তো সবার ভালোবাসা নিয়েই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অগ্রগতির সঙ্গে।

আয়োজন ও সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আআমস আরেফিন সিদ্দিক বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত শেখ হাসিনা। তাই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, অ্যাডভোকেট এম আমিন উদ্দিন, একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।