ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতি-বৈষম্য দূর করে সামাজিক শান্তি অর্জন করতে হবে: ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
দুর্নীতি-বৈষম্য দূর করে সামাজিক শান্তি অর্জন করতে হবে: ইনু

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানপন্থি রাজনীতিকে পরাজিত করে, দুর্নীতি-বৈষম্যের অবসান দূর করে সামাজিক শান্তি অর্জন করতে হবে।

শনিবার (২২ আগস্ট) জাসদ অফিসে অনুষ্ঠিত সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাসদ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের শোক সভায় তিনি এসব কথা বলেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ শোক সভার আয়োজন করা হয়। গত ৩ আগস্ট বৈশ্বিক মহামারি করোনায় মারা যান হাবিবুর রহমান শওকত।

হাসানুল হক ইনু বলেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত মুক্তিযুদ্ধকে ১৯৭১ এর নয় মাসের যুদ্ধের মধ্যে আটকে না রেখে জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ ও লালন করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সামান্যতম ছাড় ও আপসে বিশ্বাস করতেন না। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতির বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াই জারি রাখার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতিকে পরাজিত করে রাজনৈতিক শান্তি অর্জন এবং দুর্নীতি-লুটপাট-বৈষম্যে ক্ষতবিক্ষত-বিপর্যস্থ জনগণের কান্না ও দীর্ঘশ্বাস দূর করে সামাজিক শান্তি ও প্রগতি অর্জনই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মূল কর্তব্য।

শোক সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা, প্রয়াত হাবিবুর রহমান শওকতের কন্যা স্থপিত তানজিনা রহমান ছুটি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট মো. সেলিম, জাতীয় নারী জোট নেত্রী নিলঞ্জনা রিফাত সুরভী, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রয়াত অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের স্ত্রী মমতাজ বেগম।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।