ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন: ডা. ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন: ডা. ইরান

ঢাকা: দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন না থাকায় জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে দাবি করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিচারহীনতার কারণে দেশের জনগণ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশ ও সুফল থেকে বঞ্চিত।


রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর লেবার পার্টির সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

দেশে লুটপাটের মহোৎসব চলছে উল্লেখ করে ডা. ইরান বলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতিকে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এরকম হাজারো আওয়ামী লীগের নেতাকর্মী দেশের সম্পদ পাচার করে অর্থনীতিকে ধংসস্তূপে পরিণত করেছে। তাই দেশপ্রেমিক শক্তিকে প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সুস্থধারার অর্থবহ পরিবর্তনে এগিয়ে আসতে হবে। তাই প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন।


ভার্চ্যুয়াল কনফারেন্সে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. জুনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবসার আলী সেলিম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ও যুবমিশন যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাবু, বাংলাদেশ ছাত্র মিশন সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ।


বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।