ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা মুছে ফেলা যাবে না: এমপি অপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা মুছে ফেলা যাবে না: এমপি অপু ইকবাল হোসেন অপু

শরীয়তপুর: বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু (এমপি)।  

তিনি বলেন, ঘাতকরা ভেবেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলেই এদেশ থেকে তার আদর্শ ও চেতনা মুছে ফেলা যাবে।

তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। কিন্তু তার আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা এ দেশের মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা কোনো দিন মুছে ফেলা যাবে না।

রোববার (২৩ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন শৌলপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, শৌলপাড়া ইনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার, চিকন্দী ইউপি চেয়ারম্যান এনামুল হক মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বেপারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক খলিফা, সদস্য আক্তার সরদার, আলমগীর খান, আব্দুর রাজ্জাক হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মোল্যা, রাজিব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল ফকির প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা খান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।