ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করেছেন মন্ত্রী-এমপিরা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ গাছের চারা রোপণ করেন তারা।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং সদস সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, আব্দুস সালাম মূর্শেদী, আ স ম ফিরোজ, নাসরিন জাহান রতনা, ফখরুল ইমাম, সৈয়দা জাকিয়া নুর, মো. মুজিবুল হক, কাজী ফিরোজ রশীদ, মো. শফিউল ইসলাম, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সেলিমা আহমেদ, আয়েশা ফেরদৌস। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার, রুমানা আলী, পারভীন হক সিকদার, সালমা ইসলাম, নাজমা আকতার ও রওশন আরা মান্নান অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষে এক কোটি গাছ লাগাবো। টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) অনুযায়ী আমাদের ২৫ শতাংশ জমিতে গাছ লাগাতে হবে। আমাদের মাত্র ২২ দশমিক ৫ শতাংশ জমিতে গাছ রয়েছে। এবার আমরা যে উদ্যোগ নিয়েছি আশা করছি ২০৩০ সালের বহু আগেই তা পূরণ করবো। সমুদ্রের উচ্চতা যদি এক মিটার বাড়ে তাহলে পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ দেশ পানির নিচে চলে যাবে। তাই আমাদের বেশি করে গাছ লাগানো একান্ত জরুরি।

মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সব সংসদ সদস্যরা সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।