ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-৫ আসনকে মডেল সিটি বানানোর প্রত্যয় হারুন-উর-রশীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ঢাকা-৫ আসনকে মডেল সিটি বানানোর প্রত্যয় হারুন-উর-রশীদের আলোচনা সভায় এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ঢাকা-৫ আসনকে মডেল সিটি বানানোর প্রত্যয় ব্যক্ত করলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হারুন-উর-রশীদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধ করেছি। জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশজুড়ে এখন চলছে উন্নয়নের নানা যজ্ঞ। পদ্মাসেতু না হওয়ার জন্য এদেশেরই কিছু লোক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ এখন দৃশ্যমান। কর্ণফুলি টানেলসহ নানা উন্নয়ন কাজ হচ্ছে সারাদেশে। ঢাকা-৫ আসন থেকে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তবে এই এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঢাকা-৫ আসনকে মডেল সিটি বানাতে চাই।

মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবেন উল্লেখ করে হারুন-উর-রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করব ঢাকা-৫ আসনকে। আমি যদি যোগ্য বিবেচিত হই, নিশ্চয় আমাকে মনোনয়ন দেবেন।

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর শূন্য হওয়া এ আসনটিতে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হারু-উর-রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যারা যড়যন্ত্র করেছে, তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার করে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সেটা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শেই বাংলাদেশ এগিয়ে যাবে।

হারুন-উর-রশীদকে শুভকামনা জানিয়ে এনামুর রহমান বলেন, হারুন-উর-রশীদ তার কাজের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তার জন্য শুভকামনা জানাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান-২ মাহির আলী খান রাতুল।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্ক নেই। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা অনন্য দৃষ্টান্ত। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শিরীন আহমেদ বলেন, ঘাতকরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশের আদর্শকে হত্যা করা যাবে। কিন্তু শেখ হাসিনা পথ হারাতে দেননি। শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা হয়েছে। তিনি জীবন বাজি রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মাহির আলী খান রাতুল বলেন, এই এলাকার উন্নয়নে হারুন-উর-রশীদ বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। তিনি সৎ মানুষ। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবেন।

আওয়ামী লীগ নেতা হয়ায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যারা ১৫ আগস্টের খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে হারুন-উর-রশীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আইনাল হক মিন্টু, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, মুজিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হাসান, যাত্রাবাড়ী আওয়ামী লীগ নেতা রানা, সিরাজ উদ্দিন সিরাজ, মনির হোসেন স্বপন, লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।