ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতা কারাগারে

বরিশাল: বরিশালে টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

জানা গেছে, বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মারধর করে অর্থ ছিনিয়ে নেওয়া ও চাঁদাবাজির ঘটনার মামলায় দীর্ঘদিন পলাতক থাকার বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন লিটন মোল্লা।

 

আদালতের বিচারক মারুফ আহমেদ আসামী লিটন মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন-আলম ও কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

লিটন মোল্লা বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

এর আগে গত ২১ জুলাই রাতে দুরপাল্লা রুটের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে বেদম মারধর করে তার সঙ্গে থাকা পরিবহন কোম্পানির আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লিটন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। মামলা দায়েরের পরপরই আত্মগোপনে থাকেন লিটন। তিনি পলাতক থাকাবস্থায় গত ৯ আগস্ট তার শ্যালক কামরুল ইসলাম নথুল্লাবাদ টার্মিনালের বিএমএফ পরিবহনে চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কামরুল ও তার ভগ্নিপতি লিটন মোল্লাকেও আসামি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।