ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাছ চুরির দায়ে জেল, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সাসপেন্ডেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
গাছ চুরির দায়ে জেল, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সাসপেন্ডেড

রাঙামাটি: গাছ চুরির মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিনকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।  

শুক্রবার (২৮) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

তিনি বলেন, গত ২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্তের আদেশপত্র ইউএনও কার্যালয়ে এসে পৌঁছায়।

এদিকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, যেহেতু নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় তিন বছরের সাজার একটি আদশে হয়েছে, সে কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়কিভাবে বরখাস্ত করেছে। বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি। চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত একজন আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণ শ্রদ্ধা ও আস্থা হারাতে পারেন। যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর এবং জনস্বার্থের পরিপন্থী।

চলতি বছরের গত ২৮ জানুয়ারি বন বিভাগের মামলায় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার আরেক আসামি রাহুল তঞ্চঙ্গ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।