ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী নুরুজ্জামান

স্পেশান করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী নুরুজ্জামান

ঢাকা: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ শূন্য আসনে উপনির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মিয়াকে মনোনয়ন দেওয়া দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।