ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি এলাকায় আলম হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আলম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত আলম হোসেন পৌর এলাকার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি বেলগাছি গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে জেলা ছাত্রলীগের সভাপতি অনীক ও সাধারণ সম্পাদক জানিফের মধ্যে বিরোধ চলছে।  এর জের ধরে শুক্রবার বিকেলে আলমসহ জানিফের পক্ষের লোকজন প্রতিপক্ষের নাসির ও তার বাবা মুক্তার হোসেনকে পিটিয়ে আহত করেন। এর প্রতিশোধ নিতে রাতে আলমকে কুপিয়ে আহত করেন পক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে আলমের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।