ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদলের ৩২ ইউনিট কমিটির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
সিলেটে ছাত্রদলের ৩২ ইউনিট কমিটির অনুমোদন ছাত্রদলের লোগো

সিলেট: সিলেটে ছাত্রদলের ৩২টি ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এরমধ্যে পৌরসভা পাঁচটি, উপজেলা ১২টি ও ১৭টি কলেজ ইউনিট কমিটি রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এসব কমিটির অনুমোদন দেন।

এরমধ্যে সিলেট সদর উপজেলা ছাত্রদলের আবু সায়িদ শাহিনকে আহ্বায়ক ও রুফিয়ান আহমদ সবুজকে সদস্য সচিব করা হয়। এ উপজেলায় শাহ খুররুম ডিগ্রি কলেজ শাখায় আহ্বায়ক সুয়েব খান ও মনসুর আহমদকে সদস্য সচিব করা হয়েছে।

অন্য ইউনিটগুলোর মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর ছিদ্দিক। ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক মেহেদি হাসান রাফি, সদস্য সচিব আল মারুফ শাহজাহান। ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ওবায়দুর রহমান সজল, সদস্য সচিব আদিল হোসেন সাকিব। বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক আবুল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বালাগঞ্জ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক রাজু মিয়া, সদস্য সচিব জুনেদ আহমদ। বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ। বিশ্বনাথ পৌর শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব আব্দুল কুদ্দুছ রাজু। বিশ্বনাথ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মেহেদি হাসান মামুন, সদস্য সচিব রাসেল আলী। ওসমানী নগর উপজেলার আহ্বায়ক জুয়েব আহমদ, সদস্য সচিব রুবেল আহমদ। তাজপুর ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক জুনায়েদ হোসেন, সদস্য সচিব জায়েদ আহমদ সাব্বির। গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক তানজীম আহাদ, সদস্য সচিব ফাহিম চৌধুরী। গোলাপগঞ্জ পৌর শাখার আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব মাফরুজ আলম টিপু। ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক কামিল আহমদ তালুকদার, সদস্য সচিব মতিউর রহমান মোমিন। বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক মঈনুল রশিদ, সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন। বিয়ানীবাজার পৌর শাখার আহ্বায়ক আইনুল আবেদীন, সদস্য সচিব আরিফুল ইসলাম রনি। বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও মারজান হোসাইনকে সদস্য সচিব করা হয়।

এছাড়া জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব সুহেল আহমদ রিমন। জৈন্তাপুর ডিগ্রি কলেজের আহ্বায়ক কয়েছ আহমদ, সদস্য সচিব জুবায়ের আহমদ। তৈয়ব আলী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ফয়েজ আহমদ, সদস্য সচিব আলিম উদ্দিন, হযরত শাহজালাল ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শাহ মো. কিবরিয়া, সদস্য সচিব রেজওয়ান আহমদ। গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক। গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য সচিব মুসলিম উদ্দিন। কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক হিফজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন। কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের আহ্বায়ক আলমগীর হাবিব শাহিন, সদস্য সচিব কবির আহমদ। জকিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক জবরুল ইসলাম ইমন, সদস্য সচিব মাহবুব আলম মাহবুব। ইছামতি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, সদস্য সচিব জিল্লুর রহমান। কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আল আমিন, সদস্য সচিব রাসেল আহমদ চৌধুরী। কানাইঘাট পৌর শাখার আহ্বায়ক রেদওয়ান আহমদ, সদস্য সচিব সোহেল আহমদ। কানাইঘাট সরকারি কলেজ শাখার আহ্বায়ক ইকবাল আহমদ, সদস্য সচিব জুয়েল আহমদ রানা এবং গাছবাড়ি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মজনু আহমদ ও আবিদুর রহমানকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।