ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি রুগ্ন দলে পরিণত হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
‘বিএনপি রুগ্ন দলে পরিণত হয়েছে’

ফেনী: ফেনী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি রুগ্ন দলে পরিণত হয়েছে। তারা রাজনীতির রেস থেকে ছিটকে পড়েছে।

এখন আছে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। দেশের মানুষের আস্থা ও ভরসাস্থল জাতীয় পার্টি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে নবগঠিত ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মজুমদার, আবদুল ওয়াদুদ, ইউসুফ আলী, হাজী আবু সুফিয়ান, মজিবুর রহমান বাবুল, সিনিয়র সদস্য আবু তাহের মিয়াজি, সহিদ উল্যাহ সহিদ, মিজানুর রহমান, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রবিউল হক রবি, ফেনী সদর জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুল রসুল মিলন, ফেনী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক খোন্দকার নুর নবী, ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফারহানা আইরিন, ফেনী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, পরশুরাম উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাগলনাইয়া পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ।

ফেনী জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম ইকবাল আলমগীর সভা সঞ্চালনা করেন।  

অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সেনা সদস্যের একটি দল ও সোনাগাজীর একটি দল প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।