ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে সারা দেশে জাতীয় ছাত্র সমাজকে গতিশীল করার জন্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সমাজের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সব অধিকার আদায়ের সংগ্রাম গতিশীল করার জন্য সারা দেশে সংগঠনের সব ইউনিটকে নতুন ভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. ইব্রাহীম খাঁন জুয়েল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু।  সভাটি পরিচালনা করেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, সহ-সভাপতি জামাল হোসাইন, এডি শরিফুল ইসলাম চৌধুরী অর্নব, সাহরিয়ার রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ বিশ্বাস, ইব্রাহীম খলিল, আলামিন সরকার, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আরিফ আলী (রংপুর), বিপ্লব দেব (সিলেট), শরীফুল ইসলাম (কুমিল্লা), হাবিবুল্লাহ হাবিব (ময়মনসিংহ), মো. ইউসুফ আলী (ঢাকা), মো. মাসুদ অর রশিদ মাসুদ (চট্টগ্রাম), কায়সারুজ্জামান হিমেল (খুলনা), তরিকুল ইসলাম (বরিশাল), দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন গাজী বিপ্লব, প্রচার সম্পাদক মো. আতাউল্লাহ আরিফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান তপু, ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন, কেন্দ্রীয় সদস্য মৃধা মিরাজুল ইসলাম রাজ, নাজিমুদ্দৌলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।