ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

কক্সবাজার: অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাদ্দাম হোসাইনকে সভাপতি ও আবু মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (০২ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ১৪ জনের নতুন এ কমিটির অনুমোদন দেন।

জেলা ছাত্রলীগের পূর্বের ইশতিয়াক আহমেদ জয় ও মোর্শেদ হোসাইন তানিমের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন ও নারিমা জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক ও শওকত হোসেনকে (পেকুয়া), সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

এদিকে কমিটি ঘোষণার পরই কক্সবাজার শহরে পক্ষে-বিপক্ষে মিছিল করা বের করা হয়েছে। সন্ধ্যায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পদ বঞ্চিতরা।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কেন্দ্র থেকে বেশ কয়েকবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের অসহযোগিতা আর অনিচ্ছার কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।  

সর্বশেষ ২০১৯ সালের বছরের ২০ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। কিন্তু সেবারও সন্মেলন হয়নি।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।