ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উত্তরায় জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃতদের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
উত্তরায় জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃতদের মশাল মিছিল মশাল মিছিল

ঢাকা: ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার ও দল থেকে বহিষ্কৃত নেতাদের আদেশ প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড থেকে হাউজবিল্ডিং পর্যন্ত তারা এ মশাল মিছিল করেন।

মিছিলে শতাধিক বিএনপি নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। তবে যারা মিছিল করেছেন তারা দাবি করেছেন পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দেন এ মশাল মিছিলে।

জানতে চাইলে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও মশাল মিছিলে নেতৃত্ব দেওয়া নাজিম উদ্দিন দেওয়ান (৫০ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী) বাংলানিউজকে বলেন, এস এম জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার, গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসের সামনে মারামারির বিচার ও মহাসচিবের বাসার সামনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বহিষ্কৃত ১৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে এ মশাল মিছিল করা হয়েছে।

তিনি বলেন, মশাল মিছিলে আব্দুল কাদের স্বপন, আমজাদ হোসেন, বাবু, শাকিল, মতিউর রহমান মতিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮ আসনে আটজন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়ার সময় কফিল উদ্দিন ও এসএম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ১৭ জন দলীয় নেতাকর্মী আহত হন। ঘটনা তদন্তে কমিটি করা হয়। কিন্তু কোনো বিচার না করে জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেওয়া ও ১৭ জন থানা পর্যায়ের নেতাকে বহিষ্কারের পর থেকে মূলত ঢাকা-১৮ আসনের সাতটি থানা বিএনপির মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।