ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে বিএনপির সংবর্ধনায় হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
পটুয়াখালীতে বিএনপির সংবর্ধনায় হামলা

পটুয়াখালী: পটুয়াখালীতে জেলা বিএনপির নব-নির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি  নিশ্চিত  করেছেন।

রোববার বিকেলে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকার খান মহল কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলা শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় হামলার ঘটনায় দলের বিভিন্ন পর্যায়ের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মজিবুর রহমান টোটন জানান, জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের শেষ ভাগে অজ্ঞাত নামা প্রায় ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র, রামদা, জিআই পাইপ নিয়ে হমলা চালিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মীকে গুরুতর জখম করে। যার মধ্যে মহিলা দলের ৮ জন নেতাকর্মী রয়েছেন।

এ সময় তারা অনুষ্ঠান স্থলের ৫০টির অধিক চেয়ার ভাংচুর এবং ১০/১২টি  মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, হামলা কিংবা আহত হওয়ার বিষয়টি তার জানা নেই।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।