ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত 

মেহেরপুর: উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হেরোইনসহ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

জেলা তাঁতী লীগের আহ্বায়ক নুর ইসলাম সুবাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্তির এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় কমিটি বিলুপ্ত করা হলো।  

এ বিষয়ে নুর ইসলাম সুবাদ জানান, সম্প্রতি আমরা জানতে পেরেছি, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটির কয়েকজন অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। দলীয় ভাবমূর্তি বজায় রাখতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মুজিবনগর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সকালে মুজিবনগর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক বীর হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।