ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই দেশ সেবায় এগিয়ে আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই দেশ সেবায় এগিয়ে আসতে হবে

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই আমাদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনকালসহ জীবনের পুরো সময়ই দেশের অসহায় মানুষের পাশে থেকে দেশ সেবায় বিলীন করে দিয়েছেন।

তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমোদের সবাইকে নিজেদের উন্নয়ন নয়, দেশের সেবা করতে রাজনীতি করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালের মাধ্যমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। আর এ অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সব সময় চেষ্টা করছে। তাই এ অগ্রগতি ও উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখতে যুব সমাজকে সজাগ থাকতে হবে।

জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মাতুব্বর প্রমুখ।

এর আগে, আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

এছাড়া একই দিন দুপুরে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতিকে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভর পরিচালনায় পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।