ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলায় বাজিতপুর উপজেলা আ’লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
হত্যা মামলায় বাজিতপুর উপজেলা আ’লীগ নেতা গ্রেফতার আব্দুল্লাহ আল-মামুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে ওমর চান ওরফে সাচ্চু (৩২) হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে মামুনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।  

মামুন বাজিতপুর উপজেলার পশ্চিম বসন্তপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিবিআই কিশোরগঞ্জের পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ২০১৭ সালের ২৭ জুন বাজিতপুরের পশ্চিম বসন্তপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে হত্যার শিকার হন ওমর চান ওরফে সাচ্চু। এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের দীর্ঘ তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে চলতি বছরের ২৩ মে এই হত্যা মামলার দায়িত্ব পান পিবিআই কিশোরগঞ্জ। এরই মধ্যে সাচ্চু হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই।   

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।