ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসে আগুন-নাশকতার প্রতিবাদে জাসদের মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
বাসে আগুন-নাশকতার প্রতিবাদে জাসদের মানববন্ধন-সমাবেশ মানববন্ধন-সমাবেশ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে একযোগে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়া ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর কমিটি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি শ্রমিক নেতা মাহবুবুর রহমান, জাসদের অর্থ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী শিরীন সিকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা দেশবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে। যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়েছে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত দেশে অশান্তি সৃষ্টির জঘন্য তৎপরতা ছাড়া আর কিছুই নয়।

সমাবেশ থেকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।