ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ উপজেলা, ৪ পৌরসভা, ৮ ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
৭ উপজেলা, ৪ পৌরসভা, ৮ ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছ থেকে মনোনয়নপত্রের চিঠি নিচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ।

ঢাকা: আসন্ন দেশের ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদে ১৯ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (১৪ নভেম্বর) দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা।

 

মনোনয়ন পাওয়া নেতাদের অনেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সাত উপজেলা

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মোসারব হোসেন প্রামাণিক, পাবনার ঈশ্বরদীতে আজমল হোসেন সুজন ও বেড়ায় রইজ উদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া খুলনা বিভাগের যশোরের বাঘারপাড়ায় শামছুর রহমান এবং চট্টগ্রাম বিভাগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন ও নোয়াখালীর বেগমগঞ্জে মঞ্জুরুল আজিমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বগুড়া জেলার শেরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পৌরসভা

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগে গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগে মাদারীপুরের রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন, ফরিদপুরের মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ এবং ফরিদপুর সদরে দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে উইসুফের মেয়ে নায়াব ইউসুফ আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে আবদুর রাজ্জাক ও বন্দবেড় ইউপিতে নূরে আলম, চর শৌলমারী ইউপিতে আবদুস সাত্তার, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউপিতে মো. আলাউদ্দিন, বরিশাল বিভাগে বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে ফয়সাল চৌধুরী, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে মোশারেফ হোসেন, ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে নাসিরউদ্দিন মোল্লা, সিলেট বিভাগে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে আবদুল মোক্তাদির মোক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। বাকি সবগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএইচ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।