ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশকে সুস্থ করতে ভাসানী প্রদর্শিত পথেই হাঁটতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
দেশকে সুস্থ করতে ভাসানী প্রদর্শিত পথেই হাঁটতে হবে

ঢাকা: অসুস্থ দেশটাকে সুস্থ করতে হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথেই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) উদ্যোগে ‘গণমানুষের মুক্তি সংগ্রাম ও মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে একথা বলেন।

সাইফুল হক বলেন, দেশে এক ধরনের সামাজিক নৈরাজ্য চলছে। অসুস্থ দেশটাকে সুস্থ করতে হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথেই সংগ্রাম করতে হবে। বর্তমানে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে সব দেশপ্রেমিক-প্রগতিশীল শক্তিকে সংগঠিত হতে হবে।

মওলানা ভাসানীর লড়াই সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, ভাসানী তার যুগের চেয়েও এগিয়ে ছিলেন। তিনি ছিলেন আমাদের জাতীয় মুক্তির দিশারি। তিনি মুজিবনগর সরকারে উপদেষ্টা ছিলেন। দেশের মানুষ নয় মাস জীবন দিয়ে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। সেই দেশ আজ দুর্নীতি-দুর্বৃত্তায়নের ক্ষত-বিক্ষত। স্বাধীনতার পর তিনি যে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন সেটি প্রতিষ্ঠা করতে পারলে দেশের ইতিহাস ভিন্ন হতো।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সদ্দিকুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জাসদের নেতা এএফএম ইসমাইল চৌধুরী, হুমায়ূন কবির, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, ঢাকা মহানগর সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের নেতা আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।