ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশুলিয়া থানায় আ’লীগের প্রথম কমিটি

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
আশুলিয়া থানায় আ’লীগের প্রথম কমিটি ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): প্রথমবারের মতো ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলো।  

ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক ও মুহাম্মদ সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৪৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্যাডে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।  

এ বিষয়ে সদ্য পদ পাওয়া আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক তুহিন বাংলানিউজকে বলেন, আমরা দ্বায়িত্ব পেয়েছি, চেষ্টা করবো দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। দলকে এগিয়ে নিয়ে যেতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কিমিটি করতে নির্দেশনা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।