ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
‘মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি’ দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু

ঢাকা: বিএনপি মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘এবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।

আর মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আল্লাহ চাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। ’

রোববার (২২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের। দেশের বর্তমান সংকট মানুষের অধিকার না থাকা, সংবিধানকে অবজ্ঞা করা। এ সরকার সংবিধানকে ন্যূনতম শ্রদ্ধাবোধের মধ্যে রাখে না। ’

তিনি বলেন, ‘তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাকে ঠেকানোর জন্য আদালতকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ সরকার ভীত সন্ত্রস্ত। মানুষের ন্যূনতম গণতান্ত্রিক যে অধিকার থাকে, সেটি থেকে তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে। ’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক। তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ অপপ্রচার করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরীণ এবং সাজা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি। ’

কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এসকে সাদির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী বক্তব্য দেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, আলিম হোসেন, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, শাহজাহান মিয়া সম্রাট, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, মীর মমিনুর রহমান সুজন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।